আমাদের কথা
মানুষের অন্যতম চাহিদার মধ্যে রয়েছে পোশাক আর বই। পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও নিত্য নতুন ডিজাইনের পোশাক এখনকার সময়ে অত্যাবশ্যকীয় হয়ে ওঠেছে। তবে বর্তমান ব্যস্ততম সময়ের বাস্তবতায় মানুষ অনলাইনমুখী হচ্ছেন। প্রয়োজনীয় যাবতীয় কেনাটা সহজেই সারছেন অনলাইনে। সুন্দর পোশাক মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সাধ্যমতো সবাই চেষ্টা করেন উত্তম পোশাক পরিধান করতে। আর একটু ফুরসত পেলে বই পড়াটাকে এখনো মানুষ উপভোগ করেন। কারণ জ্ঞানের খোরাক দেয়ার পাশাপাশি বিনোদনও যোগায় বই। বাঙালি যুবক-তরুণদের সৌখিন পোশাকের সঙ্গী হতে এলো পরিপাটি। কাস্টমাইজ ডিজাইনে সাধ্যের মধ্যে আপনার শখ বাস্তবায়ন করবে পরিপাটি। আর হাতে হাতে পৌঁছে দেবে বই। পরিপাটি ডটকম অনলাইন অফলাইন শপিং প্লাটফরম। আমাদের আউটলেট বায়তুল মোকাররমের (পূর্বপাশ) নতুন ইসলামি বই মার্কেটে। দোকান নং ৪৬। আমাদের পন্যগুলো এখান থেকে যে কোনো সময় ক্রয় করতে পারবেন। পাশাপাশি অনলাইনে অর্ডার কররে পারবেন আপনার পছন্দের সব পন্য। ঢাকায় ৫০ ও সারা দেশে ১০০ টাকা চার্জে ক্যাশ অন ডেলিভারিতে পন্য নেয়ার সুবিধা রয়েছে পরিপাটিতে। এছাড়াও ২৪ ঘণ্টা রয়েছে অনলাইন সেবা। আমাদের পরিপাটি টিম আপনার যে কোনো কথা শুনতে ও উত্তর দিতে অপেক্ষা করছে।